Header Ads

Header ADS

Hadis Bukhari Shorif


 

এলেম সম্পর্কে প্রশ্ন করা হলে তার ফজিলত।

একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাহাবাদের সাথে কথাবার্তায় রত ছিলেন।এ সময় হঠাৎ একগ্রাম্য ব্যক্তি  আগমন করে হুযুর (সাঃ) কে প্রশ্ন করল, কিয়ামত কখন সংঘটিত হবে। হুযুর (সাঃ) তাকে কিছু না বলে লোকদের সাথে কথাবার্তায় রত রইলেন। তা দেখে কেউ কেউ বললেন, হুজুর তার প্রশ্ন  শুনেছেন, কিন্তু তাঁর পছন্দনীয় হয়নি। আবার কেউ কেউ বললেন, তিনি তার কথা অবশ্যই শুনেছেন। এই সময়ের মধ্যে হুযুর (সাঃ) সাহাবীদের সাথে কথা সমাপ্ত করে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্ন কারি কোথায়? প্রশ্নকারী বললেন, হুজুর আমি এখানে আছি। তখন হুজুর (সাঃ) বললেন, যখন আমানতের খিয়ানত করা  হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। অতঃপর প্রশ্নকারী বললেন,  খিয়ানত কিভাবে হবে? হুযুর (সাঃ) বললেন, যখন অনুপযুক্ত ব্যক্তিদের হাতে নেতৃত্ব প্রদান করা  হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো ।সহি বুখারী-৫৭

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বৃক্ষসমূহের মধ্যে এমন এক প্রকার বৃক্ষ আছে, যার পাতা ঝরে পড়ে না৷ তার উদাহরণ হল মোমেনের ন্যায়৷  তোমরা আমাকে বল সেটি কোন বৃক্ষ? এতদশ্রবণে সাহাবাগণ জঙ্গলের বৃক্ষের প্রতি তাদের চিন্তা ভাবনা করতে লাগলেন৷ ইবনে ওমর রাদি আনহু বলেন তখন আমার মনে মনে চিন্তা হলো, খেজুর বৃক্ষ হবে, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করলাম৷ এমন সময় সাহাবাগণ আরজ করলেন ইয়া রাসুলুল্লাহ আপনি সে বৃক্ষটির নাম বলে দিন৷ হুযুর সাল্লাল্লাহু বললেন, তা হলো খেজুর বৃক্ষ৷ বোখারী- 59

আবু ওয়ায়েল (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) লোকদেরকে প্রতি বৃহস্পতিবার ওয়াজ নসিহত শোনাতেন।  এক ব্যক্তি তাকে বললেন, হে আব্দুর রহমান! আমরা চাই আপনি প্রতিদিন আমাদেরকে ওয়াজ নসিহত শোনাবেন! তিনি বললেন, আমাদেরকে কি এর জন্য নিষেধ করা হয়নি? আমি তোমাদের দুশ্চিন্তাগ্রস্থ করা পছন্দ করি না।  আমি ওয়াজ-নসিহতের তোমাদের বিরক্তির প্রতি বিশেষ লক্ষ্য রাখি, যেমন হুযুর (সাঃ)  আমাদের বিরক্তির প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন, যাতে আমাদের মনে কোন দুশ্চিন্তা স্থান না পায়। বুখারী-70

হুমায়দ ইবনে আবদুর রহমান রাদি আনহু বলেন, আমি হযরত মুয়াবিয়া( রা) একদা খোতবার মধ্যে  বলতে শুনেছি ,তিনি বলেন , আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ,তিনি ইরশাদ করেছেন ,আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীনি এলেম দান করেন ৷ আমি বণ্টনকারী এবং আল্লাহ হলেন দাতা৷ এ উম্মত সর্বদা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে ৷ যারা তাদের বিরোধিতা করবে, কেয়ামত আসা পর্যন্ত বিরোধীরা  কখনো তাদের ক্ষতি করতে পারবেনা৷ বুখারী-71

No comments

Powered by Blogger.