Header Ads

Header ADS

Al-Quran

 


ধন-সম্পদের অত্যাধিক মায়া ও লালসা।

ক ) এবং তোমরা ধন-সম্পদের অত্যাধিক মায়া করে থাকো।

খ) এটা সংগত নয় যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে। সুরা ফাজর- আয়াত ২০-২১ 



সেই সময়ের কথা একটু স্মরণ কর যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান, যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্থ করবে এবং রক্তপাত করবে৷ সূরা আল-বাকারা-30



আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।অতঃপর আল্লাহ আদম (আঃ) কে সমস্ত জিনিসের নাম শেখালেন। তারপর সেগুলি পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমাদের ধারণা সঠিক হয়( অর্থাৎ কোন প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে) তাহলে একটু বলতো দেখি এই জিনিস গুলোর নাম? সূরা আল বাকারা-31

তারা বলল: দুটি মুক্ত তো একমাত্র আপনারই সত্তা, আমরা তো মাত্র ততটুকুই জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোন সত্যতা নেই যিনি সবকিছু জানেন ওসব কিছু বুঝেন। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে ওই জিনিস গুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল তখন আল্লাহ বললেন: আমিনা তোমাদের বলেছিলাম, আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিগুর তত্ত্ব জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে? তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি এবং যা কিছু তোমরা গোপন কর তাও আমি জানি। সূরা আল বাকারা -32-33



No comments

Powered by Blogger.